Ad Code

Responsive Advertisement

পাইথন প্রগ্রামিং শিখুন প্রগ্রামিং-এ উজ্জ্বল ভবিষ্যৎ গড়ুন !

The Pythonic এর উদ্যোগে BLACK iz IT Institute এ হতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের প্রথম পাইথোন প্রোগ্রামিং কোর্স। পাইথোন প্রোগ্রামিং কোর্স এর পাশাপাশি সি প্রোগ্রামিং এ কোর্স করারও সুবর্ন সুযোগ থাকছে। স্পেশাল অফারে অংশগ্রহণ করুন BLACK iz IT Institute এর "Python Programing" এবং "C Programming" স্কলার্শিপ প্রোগ্রামে। এতে আপনি সুযোগ পাবেন প্রোফেসনালদের সরাসরি তত্ত্বাবোধয়নে থেকে পাইথোন এবং সি প্রোগ্রামিং নিজের ভাষায় শেখার সুবর্ন সুযোগ। BLACK iz IT Institute কর্তিক আয়োজিত এই "Python Programing" এবং "C Programming" কোর্সে যে কেউ রেজিস্ট্রেশন করতে পারবেন, রেজিস্ট্রেশন করতে সরাশরিরে BLACK iz IT Institute এর অফিসে যোগাযোগ করুনঃ ১নং বিল্ডিং , লেক সার্কাস (২য় তলা ম্যাবস কোচিং সেন্টার) কলাবাগান, বাস স্টান্ড, ধানমন্ডি, ঢাকা ১২০৭ । অথবা কল করুনঃ ০১৬৭১৫০২৩৯৬, ০১৬১১৭৭২৩৯৮, ০১৯১১৭৭২৩৯৮, ০১৯৪৩৬১০০১২, ০১৯১৮৭৫৬২২২, ০১৭১৭৬৯৫৬৩১।

 "Python Programing" এবং "C Programming" এর স্কলারশিপ প্রোগ্রাম! প্রোগ্রামিং শিখুন জীবন গড়ুন!
বাংলাদেশে ক্রমবর্ধমান প্রোগ্রামিং, অ্যাপ্স ডেভেলপমেন্ট, সফটোওয়ার ডেভেলপমেন্টের-এর চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সেই চাহিদার কথা মাথায় রেখে "Python Programing" এবং "C Programming" কোর্সের ঘোষণা দিল বাংলাদেশের অন্যতম বৃহৎ এবং পরিচিত আইটি স্কিল ডেভেলপমেন্ট সেন্টার BLACK iz IT Institute। আলোচ্য কোর্স দুটিতে যথাক্রমে তিনমাস এবং দুই মাস ব্যাপি মোট ৫০ ঘন্টায় এবং ৪৮ ঘন্তায় ২৫টি ক্লাস ও ২৪টি ক্লাসে অনুষ্ঠিত হবে। পাইথোন প্রোগ্রামিং কোর্স এবং সি প্রোগ্রামিং কোর্সে প্রথম ১৫ জন পাবেন স্কলারশিপ অফার যথাক্রমে কোর্স ফি হবে ৫,০০০ টাকা এবং ৪,০০০ টাকা (শর্ত প্রযোজ্য)।

• স্কলার্সিপে অংশগ্রহনকারীদের জন্য যে যে সুবিধাগুলো থাকছেঃ

নিম্নের সুযোগ সুবিধাগুলো সীমিত, এই সকল শুবিধা শুধুমাত্র প্রথম ব্যাচ বা প্রথম ১৫ জনের জন্য দেওয়া হবে। পরবর্তি সকলকে এর নির্দিস্ট মুল্য পরিশোধ করে নিতে হবে।
 "Python Programing" এবং "C Programming" এর স্কলারশিপ প্রোগ্রাম! প্রোগ্রামিং শিখুন জীবন গড়ুন! ,  "Python Programing" এবং "C Programming" এর স্কলারশিপ প্রোগ্রাম! প্রোগ্রামিং শিখুন জীবন গড়ুন! ,  "Python Programing" এবং "C Programming" এর স্কলারশিপ প্রোগ্রাম! প্রোগ্রামিং শিখুন জীবন গড়ুন!

• ভিডিওঃ ভিবিন্ন মাধ্যম থেকে সংগ্রহ করা আমাদের ভিডিও এবং সকল ভিডিও সম্পুর্ন বাংলা ভাষায়। এতে আরও রয়েছে • শুরু থেকে প্রফেশনাল লেভেল পর্যন্ত যাবতীয় বিষয় এবং প্রত্যেকটি কাজই হাতে কলমে করে দেখানো হয়েছে। • অন্নান্যঃ প্রাকটিস করার জন্য প্রয়োজনীয় সোর্স ফাইল। প্রয়োজনীয় সকল সফটওয়্যার। • পিডিএফঃ প্রোগ্রামিং এর উপর লিখা ১০ টি বই এর পিডিএফ কপি। • ক্লাস নোটঃ প্রায় প্রতিটি ক্লাসের সিট চিত্র সহ (কালার) প্রিন্ট করে দেওয়া হবে।

• ভর্তি সংক্রান্ত নিয়ম এবং কিছু তথ্যঃ

সাধারনত BLACK iz IT Institute এর পাইথোন প্রোগ্রামিং কোর্সটির ফী ১২,০০০ টাকা এবং সি প্রোগ্রামিং এর ফি ১০,০০০ টাকা। কিন্তু স্কলারশিপের আওতায় পাইথোন প্রোগ্রামিং এবং সি প্রোগ্রামিং কোর্স দুটিতে যে কেউ যথাক্রমে ৫,০০০ টাকা এবং ৪,০০০ টাকায় অংসগ্রহন করতে পারবেন। শুধুমাত্র প্রথম ১৫ জনের ক্ষেত্রে এই স্কলারশিপ অফারটি প্রযোজ্য। ভর্তীচ্ছু প্রত্যতেক কে সরাশরি BLACK iz IT Institute এর অফিসে এসে রেজিস্ট্রেশন করতে হবে এবং সময়, স্থান, কোর্স শিডিউল সহ সকল তথ্য জেনে নিতে হবে। আরো তথ্যের জন্য ফোন করতে পারেনঃ ০১৬৭১৫০২৩৯৬, ০১৬১১৭৭২৩৯৮, ০১৯১১৭৭২৩৯৮, ০১৯৪৩৬১০০১২, ০১৯১৮৭৫৬২২২, ০১৭১৭৬৯৫৬৩১। BLACK iz IT Institute এর অফিসঃ ১নং বিল্ডিং , লেক সার্কাস (২য় তলা ম্যাবস কোচিং সেন্টার) কলাবাগান, বাস স্টান্ড, ধানমন্ডি, ঢাকা ১২০৭ ।

"Python Programing" এবং "C Programming" এর স্কলারশিপ প্রোগ্রামের ক্লাস সম্পর্কিত কিছু তথ্যঃ

• Python Programing এর মোট ক্লাস সংখ্যাঃ ২৫টি(৩ মাস)। • C Programming এর মোট ক্লাস সংখ্যাঃ ২৪টি(২.৫ মাস)। • ক্লাসের দিনঃ প্রতি সোমবার ও মঙ্গলবার (সপ্তাহে দুদিন) • ক্লাসের সময়ঃ সন্ধ্যা ৬:০০ । • মোট আসন সংখ্যাঃ ১৫ জন। (প্রতি ব্যাচে)

Python Programing এর স্কলার্শিপ প্রোগ্রাম সম্পর্কে আরও বিস্তারিত পড়তে পারেনঃ

 "Python Programing" এবং "C Programming" এর স্কলারশিপ প্রোগ্রাম! প্রোগ্রামিং শিখুন জীবন গড়ুন!
পাইথন (Python) একটি বস্তু-সংশ্লিষ্ট (object-oriented) উচ্চস্তরের প্রোগ্রামিং ভাষা। ১৯৯১ সালে গুইডো ভ্যান রস্যিউম এটি প্রথম প্রকাশ করেন। পাইথন নির্মাণ করার সময় প্রোগ্রামের পঠন যোগ্যতার উপর বেশি গুরুত্ব দেয়া হয়েছে। এখানে প্রোগ্রামারের পরিশ্রমকে কম্পিউটারের চেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়েছে। পাইথনের কোর সিনট্যাক্স ও সেমান্টিক্‌স খুবই সংক্ষিপ্ত, তবে ভাষাটির স্ট্যান্ডার্ড লাইব্রেরি অনেক সমৃদ্ধ। পাইথন প্রোগ্রামারদের সমাজ থেকে পাইথন দর্শন এর সূচনা হয়েছে।পাইথন একটি বহু-প্যারাডাইম প্রোগ্রামিং ভাষা (ফাংশন-ভিত্তিক, বস্তু-সংশ্লিষ্ট ও নির্দেশমূলক) এবং এটি একটি পুরোপুরি চলমান প্রোগ্রামিং ভাষা যার স্বনিয়ন্ত্রিত মেমরি ব্যবস্থাপনা রয়েছে। এদিক থেকে এটি পার্ল, রুবি প্রভৃতি প্রোগ্রামিং ভাষার মত।

Python Programing কোর্সটিতে যা থাকবেঃ

• Introduction Of Python. • Basic Components, Data Types, Syntax Of Python. • Conditionals • Loops • List, Tuple • Dictionary, Set • Sting • Function • Modules • Error Handling (Exceptions) • Object Oriented Programming (OOP) • Regular Expressions (RegEx) • I/O : File Hanling • Database With Python • Basic GUI With Python • Basic Networking With Python • Basic Web Development With Python • A Real Life Project
BLACK iz IT Institute এর Python Programing কোর্সটিতে রেজিস্ট্রেশন করতে যোগাযোগ করুনঃ BLACK iz IT Institute এর অফিস, ১নং বিল্ডিং , লেক সার্কাস (২য় তলা ম্যাবস কোচিং সেন্টার) কলাবাগান, বাস স্টান্ড, ধানমন্ডি, ঢাকা ১২০৭ ।


C Programming এর স্কলার্শিপ প্রোগ্রাম সম্পর্কে আরও বিস্তারিত পড়তে পারেনঃ
 "Python Programing" এবং "C Programming" এর স্কলারশিপ প্রোগ্রাম! প্রোগ্রামিং শিখুন জীবন গড়ুন! সি একটি প্রোগ্রামিং ভাষা। সি নির্মাণ করেন ডেনিস রিচি, বেল ল্যাবে ৭০এর দশকে কাজ করার সময়। ভাষাটি তৈরির প্রথম উদ্দেশ্য ছিল ইউনিক্স অপারেটিং সিস্টেম-এর কোড লেখায় এর ব্যবহার, কিন্তু অচিরেই এটি একটি বহুল ব্যবহৃত ভাষায় পরিণত হয়। সি++ ও জাভা সহ পরিবর্তীকালের অনেক প্রোগ্রামিং ভাষার উপর সি'র গভীর প্রভাব পড়েছে। সি এর সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে এর বহনযোগ্যতা। সি দিয়ে রচিত প্রোগ্রাম যেকোন অপাররেটিং সিস্টেমের কম্পিউটারে চালানো যায়। ৭০ এবং ৮০ দশকের দিকে সি এর জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে এর অনেকগুলো ভার্সন তৈরি হয়। ১৯৮৩ সালে আমেরিকান মাননিয়ন্ত্রক সংস্থা সি এর ১টি আদর্শ ভার্সন তৈরির জন্য কমিটি গঠন করে। দীর্ঘ ৬ বছর পরে ১৯৮৯ সালে সেই আদর্শ সি ভাষাটি তৈরি হয়, যা আমেরিকান মাননিয়ন্ত্রক সংস্থা সি (আনসি সি (ANSI C)) নামে পরিচিত। পরবর্তিতে আন্তর্জাতিক মাননিয়ন্ত্রক সংস্থা ১৯৯০ সালে সি এর এই আদর্শ ভার্সনটি গ্রহণ করে, যা সি৯০ নামে পরিচিত। মুলত "সি৮৯" এবং "সি৯০" একই ভাষা। যুগের প্রয়োজনে আন্তর্জাতিক মাননিয়ন্ত্রক সংস্থা ১৯৯৫ সালে এই সংস্করণকে বর্ধিত করে এবং পরবর্তিতে ১৯৯৯ সালে সম্পূর্ণ নতুন একটি সংস্করণ প্রকাশ করে যা সি৯৯ নামে পরিচিত। সর্বশেষ ২০১১ সালে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নবীনতম সংস্করণ সি১১ প্রকাশিত হয়।
Python Programing,   the Pythonic Days

C Programming এর স্কলারশিপ কোর্সটিতে যা যা থাকছেঃ

• Introduction to Computer Progaming • Intridution to C • Constants, Variables & Data Types • Operations & Expressions • Basic Input/Output • Decision Making & Branching • Loops • Arrays • String • Function • pointers • Structures • File Management • Dynamic Memory Allocation & Linked Lists • Project 1 • Project 2 • Project 3 • Final Exam
BLACK iz IT Institute এর Python Programing কোর্সটিতে রেজিস্ট্রেশন করতে সরাশরি BLACK iz IT institute এর অফিসে যোগাযোগ করুন।
Python Programing,   the Pythonic Days

• BLACK iz IT institute যোগাযগের ঠিকানাঃ

১নং বিল্ডিং , লেক সার্কাস (২য় তলা ম্যাবস কোচিং সেন্টার) কলাবাগান, বাস স্টান্ড, ধানমন্ডি, ঢাকা ১২০৭ । ০১৬৭১৫০২৩৯৬, ০১৬১১৭৭২৩৯৮, ০১৯১১৭৭২৩৯৮, ০১৯৪৩৬১০০১২, ০১৯১৮৭৫৬২২২, ০১৭১৭৬৯৫৬৩১ ।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ