বিশ্বে প্রযুক্তির বাজারে অ্যাপলের পণ্য মানেই চমক। প্রতি বছরই বিশ্বের শীর্ষ এই প্রযুক্তি প্রতিষ্ঠানটি তাদের পণ্যের মাধ্যমে চমকে দিয়ে থাকে বিশ্বকে। সেটা নতুন মডেলের আইফোন হোক কিংবা আইপ্যাড। প্রযুক্তি প্রেমীরা অপেক্ষায় থাকে অ্যাপলের নতুন পণ্য ব্যবহারের জন্য।
এই বছর অ্যাপল হাজির হচ্ছে তাদের নতুন চমক নিয়ে। জেনে নিন অ্যাপলের নতুন চমকগুলো সম্পর্কে।
স্মার্টওয়াচ
এ বছরের এপ্রিলে বাজারে আসছে অ্যাপলের স্মার্টওয়াচ। এর ডিসপ্লেতে স্যাফায়ার ক্রিস্টাল ব্যবহার করা হয়েছে, ফলে সহজে দাগ পড়বে না। স্মার্টওয়াচটি আইফোন ৫, ৫এস, ৫সি ও ৬ প্লাসের সঙ্গে কানেক্ট করা যাবে। অ্যাপলের স্মার্টওয়াচের দাম পড়বে ৩৪৯ ডলার।

0 মন্তব্যসমূহ
এই লিখা সম্পর্কে কোন মতমত থাকলে মন্তব্যে করে জানালে উপকৃত হব। ধন্যবাদ।
Emoji