Ad Code

Responsive Advertisement

কাজের সহযোগী হয়ে উঠছে ই-মেইল (E-mail)ইন্টারনেট, প্রতিবেদন, ইন্টারনেট।

বর্তমানে কর্ম ক্ষেত্রে কাজের সহযোগী হিসেবে ই-মেইল (E-mail)ইন্টারনেট ব্যাপক হারে ব্যবহৃত হচ্ছে।

E-mail
E-mail

ই-মেইল (E-mail) ইন্টারনেট বর্তমানে পাশাগত কাজের ক্ষেতেরে অন্যতম সহযোগী ভূমিকা পালন করছে। যুক্তরাষ্ট্রে অফিসের কাজে এখনও নাগরিকের মাঝে মোবাইল ফোনের চেয়ে ল্যান্ডফোন বেশী জনপ্রিয়। তবে অফিসের পেশাগত কাজের গতি ও উৎপাদনশীলতা বাড়ানোর  ক্ষেত্রে ই-মেইল ও ইন্টারনেট মূখ্য পালন করে থাকে এমনটাই জানা গেছে সম্প্রতি এক তথ্য হতে। কাজের ক্ষেত্র ও ধরন পাল্টে যাওয়ায় বর্তমানে সবচেয়ে বড় সহযোগী হিসেবে ব্যবহৃত হচ্ছে ইন্টারনেটকে।

অন্যদিকে ই-মেইল সুবিধা কর্মক্ষেত্রে অন্যদম সুবিধা যোগ করায় বর্তমানে এটিও ব্যাপকহারে ব্যবহৃত হচ্ছে। পিউ রিসার্চ গবেষনা প্রতিষ্ঠানটি এ বিষয়ে বড় বড় একাধিক প্রতিষ্ঠানে এ জরিপ চালায় আর জরিপের ফলাফলে দেখা যায় যে প্রায় ৬১ শতাংশ  চাকরিজীবী  ই-মেইল সুবিধাকে যোগাযোগের ক্ষেত্র হিসেবে সবচেয়ে বেশী গুরুত্ব দেয়। ৫৪ শতাংশ মনে করেন ইন্টারনেট সুবিধাও পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।  জরিপে আরো জানতে চাওয়া হয় যে অফিসে মুঠোফোন না ল্যান্ডফোন কোনটি বেশী জনপ্রিয়? আর এই প্রশ্নের উত্তরে ভোট বেশী পাওয়া যায় ল্যান্ডফোনের পক্ষে। সমীকরণটি হলো ল্যান্ডফোনের পক্ষে পরে ৭৬ শতাংশ ভোট আর মুঠোফোনের পক্ষে পরে ২৪ শতাংশ ভোট। তবে সামাজিক যোগাযোগ সাইটগুলোও যে কোন অংশে পিছিয়ে আছে তা কিন্তু নয়। এসবের পক্ষে ভোট পরেছে ৪ শতাংশ চাকরিজীবী।  লিই রেইনি যিনি পিউ রিচারস সেন্টারের পরিচালক তিনি বলেছেন যে, বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর প্রভাব সাধারণ ব্যবহারকারীদের জীবনে অনেক বেশি। তবে ই-মেইল (E-mail)-কে যোগাযোগের অন্যতম প্রধান সহযোগী মাধ্যম হিসেবে ধরা হচ্ছে।

আশা করি E-mail সম্পর্কিত পোস্টটি পড়ে ভালো লেগেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ