Ad Code

Responsive Advertisement

প্রযুক্তি (Technology) নিয়ে কিছু কথা আসুন জেনে নেই, প্রতিবেদন।

Technology বা প্রযুক্তিকে নিয়ে প্রয়োজনীয় কিছু কথা যা শুনে ভালো লাগবে।

১.ফেইসবুক আর ব্যবহার করবে না বিং সার্চ ইঞ্জিন।
Technology (Bing)
Bing


শীর্ষ সোশাল মিডিয়া ফেইসবুক সম্প্রতি মাইক্রোসফটের 'বিং' সার্চ ইঞ্জিন কনটেন্টে নিজেদের সার্চ রেজাল্টে অন্তর্ভুক্ত করা বন্ধ করে দিয়েছে এমনকি নিজেদের সার্চ ইঞ্জিনেও এনেছে পরিবর্তন।

সম্প্রতি ফেইসবুক প্রতিষ্ঠানের এক মুখপাত্র বিং সার্চ ইঞ্জিনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার খবর নিশ্চিত করেছেন রয়টার্স নামের এই মুখপাত্র জানিয়েছেন আগামি সোমবার থেকে ফেইসবুক তার ব্যক্তিগত সার্চ ইঞ্জিনে যোগ হতে যাচ্ছে নতুন টুল, যা পুরানো কমেন্ট ও অন্যান্য় তথ্য খুঁজে বের করা সহজ করে দেবে।

তিনি এ ব্যাপারে বলেছেন যে, "এখন ফেইসবুক সার্চে ওয়েব সার্চ রেজাল্ট দেখাচ্ছি আমরা। তবে মাইক্রোসফটের সঙ্গে এখনও ভালো সম্পর্ক রয়েছে আমাদের।"

মাইক্রোসফট ২০০৭ সালের অক্টোবরে ২৪ কোটি ডলার বিনিয়োগের মাধ্যমে ফেইসবুকের সাথে সম্প্রকের সূচনা করেন।

২-দ্য অরবোটক্স স্ফেরো ২.০.

Sphero
Sphero
যে বলটির ছবি উপরে দেয়া হয়েছে তার নাম দ্য অরবোটক্স স্ফেরো ২.০ যা দেখতে প্লাস্টিকের মামুলি একটি বলের মতোই। তবে প্রযুক্তির সবকিছুই রয়েছে এর ভেতর। উল্লেখযোগ্য হলো এই বলটি ঘুরতে পারে, সাঁতার কাটতে পারে এমনকি পোষা কুকুর বা বিড়ালের পেছনে ছুটতেও পারে। এমনকি খুব সুন্দর লাফানোর ক্ষমতাও রয়েছে এর। আর এসব সব কাজ একমাত্র রোবটের দ্বারাই সম্পন্ন হওয়া সম্ভব, জি হ্যা এটি একটি ছোট বলাকৃতির রোবট।

৩-ওয়াইফাই হার্ডডিস্ক।

WiFi hard drive
WiFi hard drive
সম্প্রতি বাজারে আসছে  ওয়াইফাই হার্ডডিস্ক। ইতিমধ্যে ওয়েস্টার্ন ডিজিটাল নতুন এ হার্ডডিস্ক বাজারে আনার ঘোষণা দিয়েছে।

কোম্পানির পক্ষ হতে দাবি করা হচ্ছে যে এক টিবে ও দুই টিবির এ হার্ডডিস্কে ওয়াই ফাই সুবিধা থাকায় এর সঙ্গে স্মার্টফোন বা অন্যান্য ডিভাইস থেকে খুব সহজেই যুক্ত করা যাবে।

বাজারে যেসব নরমাল হার্ডডিস্ক পাওয়া যায় তার সব সুবিধাই এতে পাওয়া যাবে আর এর পাশাপাশি এতে থাকছে মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুবিধা।

এছাড়াও এতে থাকছে ইনবিল্ট ব্যাটারি যার সাহায্যে এক চার্জে টানা ছয় ঘণ্টা এটি ব্যবহার করা যাবে।

অনলাইনে এই ডিভাইসটি ইতিমধ্যে কেনা বেচা শুরু হয়ে গেছে। এই ডিভাইসটির দাম এখন ১৮০ ডলার অর্থাৎ প্রায় ১৪০০০ টাকা।

আশা করি পোস্টটি পড়ে ভালোই লেগেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ