Ad Code

Responsive Advertisement

ইন্টারনেট আসক্তি (Internet addiction) ছড়িয়ে পড়ছে বিশ্বজুড়ে আসুন জেনে নেই, প্রতিবেদন।

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে ইন্টারনেট আসক্তি (Internet addiction).

Internet addiction
Internet addiction
University of Hong Kong দ্বারা হওয়া এক জরিপে দেখা যায় যে, বিশ্বজুড়ে ২০ জনের মধ্যে ১ জন ইন্টারনেট ব্যবহারে আসক্ত হয়ে পরে আর এটি প্রকাশিত হয় Cyberpsychology, Behavior, and Social Networking নামক এক জার্নালে।

জরিপকারীরা বিশ্বের ৩১ টা দেশ হতে মোট ৯০০০০ হাজার মানুষের উপর এই জরিপটি চালায় এবং বিশ্বজুড়ে  প্রায় ৬% মানুষ ইন্টারনেট ব্যবহারে আসক্ত হয়ে পরছে বলে এতে উল্লেখ করে কিন্তু অভ্যন্তরীণ রাজ্যগুলোর মাঝে এই শতকরার হার কিছুটা পরিবর্তিন দেখা যায়। PsyPost.com-এর এক রিপোর্টে এসেছে যে, Northern and Western Europe-এ এর হার দেখা যায় শতকরা  ২.৬% এবং Middle East-এর দেশগুলোতে এর হার দেখা যায় ১০.৯ % অন্যদিকে US-এ এই আসক্তির হার ৮.০ তবে এই রিপোর্টে আফ্রিকান দেশগুলোকে অন্তর্ভুক্ত করা হয়নি


আশা করি ইন্টারনেট আসক্তি (Internet addiction) নিয়ে লিখা পোস্টটি পড়ে ভালোই লেগেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ